ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সেই ডিসির পরিবারের কাছ থেকে ৪ একর জমি দখলমুক্ত

মো. আবু নাঈম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৭, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেই ডিসির পরিবারের কাছ থেকে ৪ একর জমি দখলমুক্ত

কুড়িগ্রাম থেকে সদ্য প্রত্যাহার হওয়া আলোচিত জেলা প্রশাসক সুলতানা পারভীনের পরিবারের  দখলকরা প্রায় ৪ একর জমি একযুগ পর ফেরত পেয়েছেন মূল মালিক।

সহকারী জেলা জজ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বুধবার (১৮ মার্চ) বিকেলে নাজির মো. তমিজ উদ্দিন ওই জমিতে ঢাক-ঢোল পিটিয়ে পৈত্রিকসূত্রে জমির মূল মালিক আমিরুল গংকে জমি বুঝিয়ে দেন।

আমিরুল গংদের বাড়ি সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি এলাকায়। একই গ্রামে কুড়িগ্রামের প্রত্যাহার হওয়া ডিসি সুলতানা পারভীনের বাবার বাড়ি।

জানা গেছে, সুলতানার বাবা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও সহোদর আব্দুল জব্বার ১৩ বছর আগে প্রভাব খাটিয়ে ও মামলা-হামলার ভয় দেখিয়ে জাল দলিলের মাধ্যমে দখল করে নেয় আমিরুলদের ৩ একর ৬৮ শতক জমি। নিরুপায় আমিরুলরা দীর্ঘ আইনি লড়াই শেষে গত ১২ মার্চ আদালতের রায় পান নিজেদের অনুকূলেই।

আমিরুল বলেন, দীর্ঘ দিন ধরে আমাদের পৈতৃক সম্পত্তি জাল দলিলে অবৈধভাবে ভোগ-দখল করে আসছিলেন সুলতানার পরিবারের লোকজন। সুলতানা পারভীনের দাপট দেখিয়ে তারা আমাদের নামে অনেক মিথ্যা মামলাও করেছে। পরে আমরা নিরুপায় হয়ে ২০০৬ সালে আদালতে বাটোয়ারা মামলা করি। দীর্ঘ আইনি লড়াই শেষে আজ ১৩ বছর পর আদালতের রায়ে জমি ফিরে পেয়েছি। এজন্য আমরা অত্যন্ত আনন্দিত।

পঞ্চগড় জেলা দায়রা জজ আদালতের নাজির তমিজ উদ্দিন বলেন, জেলা সহকারী জজ আদালতের রায়ে দলিলাদি ও প্রমাণের ভিত্তিতে আমরা ঢাক-ঢোল পিটিয়ে জমিটি মূল মালিকদের বুঝিয়ে দিয়েছি।


পঞ্চগড়/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়