ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কোয়ারেন্টাইনে না থাকায় ৩ জনের জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোয়ারেন্টাইনে না থাকায় ৩ জনের জরিমানা

কোয়ারেন্টাইনে না থাকায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিদেশফেরত দুই জনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের ২০ হাজার টাকা জরিমানা করেন।

একই দিন উপজেলার কয়েকজন বিদেশফেরত ব্যক্তিদের বাড়িতে গিয়ে মনিটরিং করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

এদিকে, দুপুরে রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নে বিদেশফেরত এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল মমিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই রায় দেন।

 

ফরহাদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়