ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনাভাইরাস

নারীসহ ৩ জনকে জরিমানা, পার্ক বন্ধ

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারীসহ ৩ জনকে জরিমানা, পার্ক বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টাইন না মানায় তিনজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার জেলা সদর ও গোমস্তাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ।

সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন জানান, সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ইতালিফেরত এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাকে নির্ধারিত সময়সীমা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

এর আগে দুপুরে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ২ জনকে জরিমানার আদেশ দেন।

ইউএনও জানান, ওই দুইজন ১৩ মার্চ ভারত থেকে দেশে ফিরেছেন। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী করোনা আক্রান্ত দেশ থেকে ফেরার পর ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু ওই নির্দেশনা অমান্য করে তারা বাইরে ঘোরাফেরা করছিলেন। স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আদালতে ওই দুইজন দোষ স্বীকার করলে একজনকে ২০ হাজার ও আরেকজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

এদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ রংধনু পার্ক ও গৌড় শিশু পার্ক বন্ধের ঘোষনা দিয়েছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিমুল আকতার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত সোনামসজিদ পার্ক ও গৌড় শিশু পার্ক বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও যেখানে বেশি গণজমায়েত হয় এমন দর্শনীয় স্থান বন্ধ থাকবে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে দর্শনীয় স্থানগুলো খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।


জাহিদ হাসান মাহমুদ মিমপা/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়