ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তিন ব‌্যবসায়ীকে লক্ষাধিক টাকা জরিমানা, দুটি বিয়ের অনুষ্ঠান বন্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন ব‌্যবসায়ীকে লক্ষাধিক টাকা জরিমানা, দুটি বিয়ের অনুষ্ঠান বন্ধ

গোপালগঞ্জে চাল ও পেঁয়াজের দাম বেশি নেওয়ায় তিন ব‌্যবসায়ীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দুটি বিয়ের অনুষ্ঠান বন্ধ করেছেন ভ্রাম‌্যমাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের রহমান রাশেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত গোপালগঞ্জ শহরে অভিযান চালিয়ে ব‌্যবসায়ীদের জরিমানা ও বিয়ের অনুষ্ঠান বন্ধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চালের দাম বেশি রাখার দায়ে জেলা শহরের পাইকারি ব‌্যবসাপ্রতিষ্ঠান মেসার্স মা লক্ষ্মী ভাণ্ডারের মালিক মৃণাল সিকদারকে ৫০ হাজার ও খুচরা ব্যবসায়ী মেসার্স খান স্টোরের মালিক জসিম খানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তারা কেজি প্রতি ৫-৬ টাকা বেশি দামে চাল বিক্রি করছিলেন। পেঁয়াজের দাম প্রতি কেজিতে ২০-২৫ টাকা বেশি নেওয়ায় গোপালগঞ্জ ভাণ্ডারের মালিক জয়নাল আবেদীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাটা বাজার ও ঈশিকা কমিউনিটি সেন্টারে দুটি বিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।

 

গোপালগঞ্জ/বাদল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়