ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা : বিয়ের অনুষ্ঠান বন্ধ, কমিউনিটি সেন্টার সিলগালা

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা : বিয়ের অনুষ্ঠান বন্ধ, কমিউনিটি সেন্টার সিলগালা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠান বন্ধ করে কমিউনিটি সেন্টার সিলগালা করে দিয়েছে প্রশাসন। কমিউনিটি সেন্টারের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে কমলগঞ্জের মুন্সীবাজারের লিসা কমিউনিটি সেন্টারে ওই বিয়ের অনুষ্ঠান চলছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় মুন্সীবাজারের লিসা কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বর-কনেকে পাইনি। কমিউনিটি সেন্টারের মূল গেটে তালা মেরে সিলগালা করে দিয়েছি। বিয়ে অনুষ্ঠানে আসা ব‌্যক্তিদের সরিয়ে দিয়েছি।

তিনি জানান, কোভিড-১৯ যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত আছে।

সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

মৌলভীবাজার/সাইফুল্লাহ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়