ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গাইবান্ধায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাইবান্ধায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম

আগামীকাল শনিবার গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনের ভোট। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাদুল্যাপুর-পলাশবাড়ী দুই উপজেলায় ১০ প্লাটুন বিজিবি, ২০ জন নির্বাহী ম্যাজিট্রেট ও র‌্যাবে ২০টি টিম মাঠে থাকবে। এছাড়া, প্রতিটি কেন্দ্রে পাঁচজন করে পুলিশ সদস্য ছাড়াও আনছার সদস্য মোতায়েন থাকবে।

গত ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

উপনির্বাচনে আওয়ামী লীগের উম্মে কুলসুম স্মৃতি, বিএনপির অধ্যাপক ডা. সৈয়দ ময়নুল হাসান সাদিক, জাতীয় পার্টির ময়নুর রাব্বী চৌধুরী ও জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদিসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও পলাশবাড়ী উপজেলার একটি পৌরসভাসহ ৯টি ইউনিয়নসহ দুই উপজেলায় ১৩২টি কেন্দ্রে মোট ৪ লাখ ৩৭ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৯টা থেকে ভোট শুরু হবে। চলবে বিকেল ৫টা পর্যন্ত চলবে।


গাইবান্ধা/সিদ্দিক/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়