ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাগেরহাটে দুপুর ২টা পর্যন্ত ভোট ৩০ শতাংশ

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে দুপুর ২টা পর্যন্ত ভোট ৩০ শতাংশ

বাগেরহাট-৪ আসনের উপ নির্বাচনে ১৪৩টি কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৩০ শতাংশ।

শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই প্রত্যেকটি কেন্দ্রে ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো। ভোটাররা নির্বাচন অফিসের রাখা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ভোট দিচ্ছেন।

এই আসনটি শরণখোলা-মোরেলগঞ্জ এই দুই উপজেলা নিয়ে।  দেখা গেছে, এই আসনের বেশিরভাগ ভোট কেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থীর কোন এজেন্ট ছিল না। অপরদিকে তেমন কোন অভিযোগও নেই জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাজন কুমার মিস্ত্রীর।

এদিকে এ আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রী বলেন, ‘নিশানবাড়িয়া এলাকায় ভোটের দুই তিনদিন আগে আমার কিছু কর্মীদের ভয়ভীতি দেখানো হয়েছে। মুঠোফোন ভেঙ্গে ফেলা হয়েছে। অনেক কেন্দ্রে আমার এজেন্ট আসেনি। কিন্তু কেন আসেনি জানিনা। তবে আজ নির্বাচনের দিনে কোন রকম সমস্যা নেই আমাদের। আমরা কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছি।ভোটাররা আমাদের ভোট দিবেন আশা করি।’

আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেন, ‘এই আসনে দীর্ঘদিন আওয়ামী লীগেরই সংসদ সদস্য ছিলেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারও ভোটাররা নৌকা মার্কায়ই ভোট দিবেন। আশা করি বিজয় আমাদেরই হবে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনের মাঠে কোন প্রকার প্রভাব সৃষ্টি করতে পারেননি। তার দলের বেশিরভাগ নেতাকর্মীরা উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে কাজ করছে। আর তিনি যে অভিযোগ করেছেন তা সঠিক নয়।’

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও বাগেরহাট-৪ আসনের রিটার্নিং কর্মকতা মো. ইউনুচ আলী বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুপুর ২টা পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়েছে। ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আশা করি আরও ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’

এই আসনে  ১৪৩টি কেন্দ্রে ৩ লক্ষ ১৬ হাজার ৫১০ জন ভোটার রয়েছেন।

গত ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।


টুটুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়