ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যশোরে পুলিশ সদস্য হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৩, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে পুলিশ সদস্য হোম কোয়ারেন্টাইনে

যশোরের বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত এক কনস্টেবলকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার (আরএমও) এবং অতিরিক্তি পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সদস্যকে পুলিশ লাইনে, না বাড়িতে আলাদা করে রাখা হবে- সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। দ্রুতই এই সিদ্ধান্ত হবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে একজন পুলিশ সদস্য ওই কনস্টেবলকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। জরুরি করোনা ইউনিটে শারীরিক পরীক্ষা শেষে সন্দেহজনক হওয়ায় তাকে হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসারের কাছে পাঠানো হয়। সেখান থেকে তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

অসুস্থ ওই কনস্টেবলের বরাত দিয়ে আরো জানিয়েছে, তিনি পুলিশ লাইনে যে রুমে ছিলেন, সেই রুমের ছয় সদস্যের মধ্যে একজনকে করোনা আক্রান্ত সন্দেহে ইতিপূর্বে ঢাকায় পাঠানো হয়।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আরিফ আহমেদ বলেন, তার শরীরে করোনাভাইরাসজনিত লক্ষণ থাকায় তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ দিয়ে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।


সাকিরুল কবীর রিটন/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়