ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাউফলে আগুনে ২২ দোকান পুড়ে ছাই

পটুয়াখালী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৮, ২২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাউফলে আগুনে ২২ দোকান পুড়ে ছাই

পটুয়াখালীর বাউফলে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ২২টি দোকান।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালাইয়া বন্দরের বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আগুন লাগার ঘটনাটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বাউফল সার্কেল ফারুক হোসেন। আগুন নিয়ন্ত্রণে আনতে অন্তত গিয়ে পাঁচজন আহত হয়েছেন।

ওই বাজারের কয়েক ব্যবসায়ীর বরাত দিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান জানান, শনিবার সন্ধ্যায় জাকির মিয়ার বসত ঘর থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা আশেপাশের মুদি, কসমেটিক্স, ফার্মেসি, ইলেকট্রনিক্স ও বীজের দোকানে ছড়িয়ে পরে। এতে অন্তত ২২ ব্যবসা প্রতিষ্ঠানও ছয়টি বসত ঘর পুড়ে গেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বাউফল ও দশমিনার ফায়ার সার্ভিসের চার ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ আগুনের ঘটনায় প্রায় দুই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার বাউফল সার্কেল ফারুক হোসেন এবং বাউফল থানা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

বিলাস/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়