ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালত-প্রীতিভোজ পণ্ড, জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩২, ২২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালত-প্রীতিভোজ পণ্ড, জরিমানা

গাজীপুরের শ্রীপুরে ব্যাপক লোকসমাগম ঘটিয়ে প্রীতিভোজের অনুষ্ঠান করায় দুটি বিয়ের আয়োজন পণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সরকারি নির্দেশ অমান্য করে বিয়ের আয়োজন করার উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করে।

শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামে এবং তেলিহাটি ইউনিয়নের ডুমবাড়ীচালা গ্রামে পৃথক অনুষ্ঠান দুইটি হচ্ছিল।

সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন।

তিনি জানান, সিংগারদিঘী গ্রামে তাহের আলী মোড়লের বাড়িতে ও ডুমবাড়ীচালা গ্রামে দেলোয়ার হোসেনের বাড়িতে সরকারি নির্দেশ অমান্য করে প্রত্যেকের ছেলের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এতে ব্যাপক জনসমাগম করে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে তাহের আলী মোড়ল আত্মীয়-স্বজনসহ পালিয়ে যাওয়ায় তাদের দণ্ডের আওতায় আনা সম্ভব হয়নি। তবে আয়োজন ও লোকসমাগম পণ্ড করা হয়।

এদিকে, দেলোয়ার হোসেনকে হাতেনাতে আটক করে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনুষ্ঠান পণ্ড করা হয়।

 

গাজীপুর/হাসমত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ