ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

করোনা সংক্রমণরোধে বোরহানউদ্দিনে ‘হাট’ বন্ধ

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ২২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা সংক্রমণরোধে বোরহানউদ্দিনে ‘হাট’ বন্ধ

করোনাভাইরাস সংক্রমণরোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর বাজার, বোরহানগঞ্জ, কুঞ্জেরহাট, নুরমিয়ার হাট, রাণীগঞ্জ, দরুন বাজারসহ গ্রামগঞ্জের বাজারের সাপ্তাহিক ‘হাট’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

তবে স্বাভাবিক নিয়মে আগের মতো সব দোকান খোলা থাকবে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সরকার এই ব্যবস্থা নিয়েছে। করোনাভাইরাস যেহেতু ছোঁয়াচে, তাই জনসমাগম বন্ধ করার জন্য এই ব্যবস্থা।

এ ব্যাপারে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য সকলকে আহ্বান জানান তিনি। 

মো. বশির গাজী জানান, উপজেলার বাজারগুলোর দোকান স্বাভাবিক নিয়মে পূর্বের মতো খোলা থাকবে। বিনা প্রয়োজনে লোকজনকে অযথা বাজারে ঘোরাঘুরি না করার পরামর্শ দেন তিনি।

এছাড়া বিদেশ থেকে কেউ আসলে উপজেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করতে বলেন।


মালেক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়