ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বাকৃবিতে যৌন হয়রানির দায়ে ৪ ছাত্র বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ২২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাকৃবিতে যৌন হয়রানির দায়ে ৪ ছাত্র বহিষ্কার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক ছাত্রীকে যৌন হয়রানি করায় চার ছাত্রকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় ছাত্রশৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ছাত্র নাসির উদ্দিন, ভেটেরিনারি অনুষদের ছাত্র মোবাশ্বের হোসেন, শামীম রেজা এবং কৃষি অনুষদের সাফায়েতুল ইসলাম। এদের মধ্যে নাসির উদ্দিনকে আজীবন এবং বাকি তিনজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর আজহারুল ইসলাম।

তিনি বলেন, গত ২০ জানুয়ারি সন্ধ্যায় এক ছাত্রীর পিছু নিয়ে উত্ত্যক্ত করতে থাকে ওই চার ছাত্র। তখন ওই ছাত্রী তার পরিচিত ছাত্র হাসিবুল হাসানকে বিষয়টি জানায়। হাসিবুল হাসান বিশ্ববিদ্যালয়ের ঈসা খাঁ হলের আবাসিক ছাত্র ও হল ইউনিট ছাত্রলীগের সহ-সভাপতি। পরে এই চারজনের সঙ্গে হাসিবুলের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় বেধড়ক মারধরের শিকার হয় হাসিবুল।

এ ঘটনার অধিকতর তদন্ত করতে ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ কে এম জাকির হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শাস্তির সিদ্ধান্ত হয়।


মিলন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়