ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ওয়ালটন শো রুমের সামনে হাত ধোয়ার ব্যবস্থা, খুশি স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ২৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন শো রুমের সামনে হাত ধোয়ার ব্যবস্থা, খুশি স্থানীয়রা

করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন‌্য যশোরে ওয়ালটনের শো রুমের সামনে ক্রেতাসহ সর্বসাধারণের হাত ধোয়ার ব্যবস্থা করা করা হয়েছে। এ মহৎ উদ‌্যোগের প্রশংসা করেছেন ক্রেতা-দর্শনার্থীসহ ওই এলাকার বাসিন্দারা।

মঙ্গলবার (২৪ মার্চ) যশোর শহরের গাড়িখানা এলাকায় ওয়ালটনের শো রুমের সামনে গিয়ে দেখা যায়, সেখানে পাঁচটি পানির ট‌্যাপ, স্টিলের তৈরি বেসিন ও হ‌্যান্ডওয়াশের ব‌্যবস্থা করা হয়েছে। 

যশোর শহরের ঘোপ নওয়াপাড়ার বাসিন্দা আরোজ কবীর ওয়ালটনের গাড়িখানা শো রুমের পাশে ব্যবসা করেন। দুপুরে ওয়ালটনের শো রুমের সামনে এসে হাত ধুয়ে নামাজ পড়তে যান তিনি। তার মতো অনেকেই সেখানে হাত পরিষ্কার করেন।

হাসপাতাল মোড়ের সাজেদ রহমান জানান, শুধু ব্যবসার মানসিকতা থাকলে হবে না। দেশে অনেক বড় বড় কোম্পানি একতরফা ব্যবসা করে। তারা কেউ সাধারণ মানুষ বা তাদের গ্রাহকদের জন্য এমন পদক্ষেপ নেয়নি। ওয়ালটন দেশ ও দেশের মানুষের কথা ভেবে ব্যবসা করে।

এ মহৎ উদ্যোগ নেওয়ায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সাজেদ রহমান।

 

যশোর/রিটন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়