ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেনাপোলে আটকা ১৫০ কাশ্মিরি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেনাপোলে আটকা ১৫০ কাশ্মিরি শিক্ষার্থী

ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশে অধ‌্যয়নরত কাশ্মিরের ১৫০ জন শিক্ষার্থী বেনাপোল চেকপোস্টে আটকা পড়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ভারতে যাওয়ার জন‌্য তারা বেনাপোলে এসেছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় এ দেশে অধ্যয়নরত ভারতীয় কাশ্মিরের শিক্ষার্থীরা দেশে ফেরার জন্য বেনাপোল চেকপোস্টে আসেন। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়েছে যে, ওসব শিক্ষার্থীকে ভারতে ঢুকতে দেওয়া হবে না।

আটকে পড়া শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা সবাই ভারতের নাগরিক। বাংলাদেশের বিভিন্ন মেডিক‌্যাল কলেজে পড়ছেন তারা। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কাশ্মিরে ফেরার জন‌্য বেনাপোলে আসেন। কিন্তু কী কারণে তাদেরকে ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে না, তা তারা জানেন না।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান হাবীব ভারতীয় নাগরিকদের আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

যশোর/রিটন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়