ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনা: সিলেটের স্থানীয় পত্রিকার প্রকাশনা স্থগিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ২৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা: সিলেটের স্থানীয় পত্রিকার প্রকাশনা স্থগিত

করোনার প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভাগীয় শহর সিলেটের সবকটি স্থানীয় পত্রিকার প্রকাশ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সবকটি পত্রিকার সম্পাদকরা বৈঠকে বসে এ সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র জানায়, দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার, গণপরিবহন বন্ধ এবং পত্রিকা বিপণনজনিত সমস্যাসহ সৃষ্ট নানান পরিস্থিতির কারণেই তারা পত্রিকা প্রকাশ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর জানান, ‘পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থানীয় দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না।’

সিলেটের বহুল প্রচলিত ‘দৈনিক সিলেটের ডাক’-এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর বলেন, ‘সাময়িক সময়ের জন্য পত্রিকার প্রকাশনা স্থগিত থাকলেও অনলাইনে আপডেট থাকবে দৈনিক সিলেটের ডাক।’

সিলেটে অন্তত ১০টি পত্রিকা দৈনিক প্রকাশিত হয়।


আব্দুল্লাহ আল নোমান/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়