ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বেতনের দাবিতে জুট মিলে বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ১

দিনাজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেতনের দাবিতে জুট মিলে বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ১

দিনাজপুরের বিরলে রুপালি জুট মিলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০ থেকে ১২ জন শ্রমিক।

বুধবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে ইউনিয়নের র‌বিপুর গ্রা‌মে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব।

নিহত সুরত আলী (৩৬) পাটকলের পাশের চায়ের দোকানি ও বিরল পৌর এলাকার হোসনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শেখ নাসিম হাবিব রাইজিংবিডিকে জানান, তিন সপ্তাহের বকেয়া বেতনের দাবিতে বুধবার সন্ধ্যা থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের শান্ত করে সমঝোতার চেষ্টা করেন ‌মিলের ব্যবস্থাপনা প‌রিচালক এম আব্দুল ল‌তিফ। কিন্তু শ্রমিকেরা উত্তেজিত হয়ে মিলের কার্যালয় ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে সেখানে পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। গুলিতে সুরত আলী নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রুপালি জুট মিল দিনাজপুরের বিরল উপজেলার আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফের।

 

মোসলেম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়