ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনা নিয়ে উসকানিমূলক পোস্ট: কলেজ শিক্ষক বরখাস্ত

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা নিয়ে উসকানিমূলক পোস্ট: কলেজ শিক্ষক বরখাস্ত

ময়মনসিংহে এক কলেজ শিক্ষককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনভাইরাস নিয়ে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ায় সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বরখাস্তকৃত শিক্ষক গফরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাকিয়া ফেরদৌসী। বুধবার (২৫ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বরখাস্তের এই আদেশ দেন।

তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কেন বিভাগীয় কার্যক্রম শুরু করা হবে ন- তার জবাব আগামী সাত কর্মদিবসের মধ্যে দেওয়ার জন্য বলা হয়েছে।
গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ মহসেন উদ্দীন বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ‘‘দেশব্যাপী করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা বর্তমানে বিভিন্ন পর্যায়ে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। সেই অবস্থায় আপনি আপনার ফেসবুক আইডি থেকে নিজ নামে অনভিপ্রেত ও উস্কানিমূলক বক্তব্য ও ছবি পোস্ট করেছেন, যা সরকারের চলমান সমন্বিত কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’’


মিলন/বকুল/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়