ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা: সেনাবাহিনীর প্রচারণায় ঘরে ফিরছে মানুষ

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩০, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা: সেনাবাহিনীর প্রচারণায় ঘরে ফিরছে মানুষ

ঝিনাইদহে করেনা প্রতিরোধে সেনাবাহিনীর প্রচারণায় ঘরে ফিরছে মানুষ।

শুক্রবার (২৭ মার্চ) সকালে শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্তর, হাট খোলা, হামদহসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মানুষকে ঘরে ফেরার আহবান জানান সেনাবাহিনীর সদস্যরা।  

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদেক হোসেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় নতুন ৪৪ জনসহ ৫৫১ প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তার মধ্যে পাঁচ জনকে স্বাস্থ্য বিভাগের অধীনে শিশু হাসপাতাল ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ক্যাপ্টেন সাদেক হোসেন জানান, করেনা নিয়ে আতঙ্কের কিছু নেই। দেশ থেকে করোনা মুক্ত করার প্রত্যয় নিয়ে সেনাবাহিনী কাজ করে চলেছে। প্রতিদিন সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে। যারা এলাকায় জড়ো হচ্ছে তাদেরকে বিচ্ছিন্ন করে ঘরে ফেরার আহবান জানানো হচ্ছে। সেনাবাহিনীর পাশপাশি অভিযানে পুলিশ সদস্যরাও কাজ করে যাচ্ছেন।

 

রাজিব/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়