ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

গাজীপুরে কোয়ারেন্টাইনে ৯৭১

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে কোয়ারেন্টাইনে ৯৭১

গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেন্টাইনে রয়েছেন ১২২ জন। সব মিলিয়ে শুক্রবার পর্যন্ত কোয়ারেন্টাইনে ৯৭১ জন।

এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে ৯২৪ জন এবং হাসপাতাল কোয়ারেন্টাইনে ৪৭ জন রয়েছেন। এ ছাড়া ছাড়পত্র পেয়েছেন ২৩৮ জন।

শুক্রবার (২৭ মার্চ) গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, হাসপাতাল কোয়ারেন্টাইনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের ‘মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে' ৩৬ জন, কাপাসিয়া উপজেলার ‘পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে’ ৯ জন রয়েছেন।

এ ছাড়া মালয়েশিয়া ফেরত একজনকে জেলা কারাগারে কোয়ারেন্টাইনে এবং আনুমানিক ২৫ বছর বয়সি এক যুবককে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

 

গাজীপুর/ হাসমত/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়