ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এলাকা সুরক্ষিত রাখতে জীবাণুনাশক ওষুধ স্প্রে

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এলাকা সুরক্ষিত রাখতে জীবাণুনাশক ওষুধ স্প্রে

করোনাভাইরাস থেকে রাঙামাটির বরকলকে সুরক্ষিত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ), সীমান্ত রক্ষা বাহিনী (বিজিবি), সেনাবাহিনীর গোয়েন্দা প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীর যৌথ উদ্যোগে বরকল থানাসহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিনের নেতৃত্বে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান পাটোয়ারী, উপজেলা প্রেসক্লাব সদস্য নিরত বরন চাকমা, বরকল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার মো. আবু বক্কর, বরকল ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুবেদার মো. রুহুল আমিন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সীমান্ত রক্ষা বাহিনীর সদস্যসহ অনেকে অংশ নেন।

অফিস ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, বরকলকে সুরক্ষিত রাখতে আমরা এ উদ্যোগ নিয়েছি। করোনাভাইরাস ঠেকাতে আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি।

তিনি আরো জানান, মানুষ বাঁচলে তো দেশ বাঁচবে। তাই বরকলে জনসমাগম এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সতর্কতামূলক প্রচারাভিযান অব্যহত রয়েছে।


বিজয়/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়