ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্যক্তিগত সুরক্ষা উপকরণ বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যক্তিগত সুরক্ষা উপকরণ বিতরণ শুরু

চীন থেকে আসা করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের মাঝে (ব্যক্তিগত সুরক্ষা উপকরণ) পিপিইসহ নিরাপত্তা সামগ্রী, ভাইরাস শনাক্তে ২০ হাজার কিট এবং ৫০ হাজার পরিবারের মধ্যে খাদ্য বিতরণ শুরু করেছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে তিনি গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামানের কাছে এসব নিরাপত্তা সামগ্রী হস্তান্তরের মাধ্যমে বিতরণ শুরু করেন।

এ সময় মেয়র সাংবাদিকদের বলেন, ‘মহানগরের বিভিন্ন জায়গায় সাত হাজারের মতো নিরাপত্তা সামগ্রী বন্টন করা হচ্ছে। ইতোমধ্যে করোনাভাইরাস শনাক্তে ২০ হাজার কিট এসেছে। আরো ২০ হাজার অর্ডার করা হয়েছে। কিটগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

তিনি বলেন, ‘গাজীপুরে বহু নিম্ন আয়ের লোকজন বসবাস করে। অনেকে দিন এনে দিনে খান। ৫০ হাজার পরিবারকে খাদ্য সহয়তা দেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কাউকে খাবার নেওয়ার জন্য আসতে হবে না। খাবার যার যার বাসায় সিটি করপোরেশনের কর্মীরা পৌছে দেবে।’


হাসমত আলী/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়