ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গোপালগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৫৭৭, একজনের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৫৭৭, একজনের মৃত্যু

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫৭৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো।

জানাগেছে, হোম কোয়ারেন্টাইনে থাকা এসব প্রবাসী সম্প্রতি ইতালি, চীনসহ ১২টি দেশ থেকে বাড়ি ফিরেছেন।

অন্যদিকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষে ৪৩জন ছাড়া হয়েছে।

জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া না গেলেও শুক্রবার বিকালে কাশিয়ানীতে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ক্যান্সারে আক্রান্ত প্র‌তিভা বিশ্বাস নামে এক নারীর মৃত্যু হয়েছে। এতে ওই নারীর পুরো পরিবারকে লকডাউন করা হয়েছে। এতে জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি ওই নারী ভারতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন এবং গত ১০ মার্চ বাড়ি ফিরে এসে হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

 

বাদল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়