ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বগুড়ায় জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তির মৃত্যু

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বগুড়ায় জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তির মৃত্যু

বগুড়ায় জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে এক ব্যক্তি শনিবার সকালে মারা গেছেন। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা জানা যায়নি।

মৃত ব্যক্তি ঢাকার কাশিমপুরে ব্যবসা করতেন। গত ২৪ মার্চ তিনি ঢাকা থেকে জ্বর, সর্দি, কাশি নিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নিজ বাড়িতে আসেন। তিনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন।

জেলা সিভিল গওসুল আজিম চৌধুরী জানান, তারা ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইসিডিআর) সঙ্গে যোগাযোগ করেছেন। আইইসিডিআর কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে পাঠাতে বলেছে। এখন মৃত ব্যক্তির নমুনা পাঠানো হবে।

তিনি জানান, কারা ওই ব্যক্তি সংস্পর্শে এসেছিলেন, তা এখনো জানা যায়নি।

শনিবার জেলায় নতুন করে বিদেশফেরত ১৩ ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। এর আগে থেকে ৭৬১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্র জানা গেছে।

 

আখতারুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়