ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বেশি দামে তেল বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেশি দামে তেল বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়ায় বেশি দামে ভোজ্যতেল বিক্রির দায়ে বড় বাজারের চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুরে কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছে এমন অভিযোগে বড় বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অতিরিক্ত দামে তেল বিক্রি করায়- ব্যবসায়ী বিজয় কুমারকে ৩০ হাজার, বুদ্ধদেক কুণ্ডুকে ২০ হাজার, আদ্রিতি এন্টার প্রাইজকে ১০ হাজার এবং লুৎফর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা রবিউল ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

কাঞ্চন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়