ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঝগড়া থামাতে গিয়ে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝগড়া থামাতে গিয়ে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মায়ের কোলে থাকা সাহিদু আক্তার নামে তিন মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান শিশু মৃত্যরি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু সাহিদু ঘুজিয়াখাইল গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সাজেদুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে শফিকুল ইসলামের সঙ্গে তার ছোট ভাই আক্কাছ মিয়ার কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে ঝগড়া হয়। সেসময় দুই ভাইয়ের ঝগড়া থামাতে শফিকুলের স্ত্রী তিন মাস বয়সি শিশু সাহিদুকে নিয়ে এগিয়ে যান। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে মায়ের কোল থেকে শিশুটি মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

তবে, এবিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেওয়া হয়নি। এটি একটি দুর্ঘটনা। মায়ের কোল থেকে পড়ে শিশুটি মারা গেছে।

এ বিষয়ে চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ জানান, বিষয়টি খুবই দুঃখজনক। তাদের আপন দুই ভাইয়ের মাঝের ঝগড়ায় একটি শিশুর মৃত্যু হয়েছে। মাগরিবের নামাজের পর নিহত শিশুর লাশ দাফন করা হয়েছে। এ বিষয়ে কারোর কোনো অভিযোগ নেই।

 

রুবেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়