ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় সরকারি সহায়তা পেল ২৮৫ পরিবার

বিজয় ধর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় সরকারি সহায়তা পেল ২৮৫ পরিবার

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অঘোষিত লকডাউনে অতি প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না। তাই এই চরম সংকটে নিন্ম আয়ের মানুষদের অবস্হা খুবই করুণ। এই পরিস্হিতিতে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের জন্য ১২.৫০ মেট্রিকটন খাদ্যশস্য এবং নগদ এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শনিবার(২৮ মার্চ) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ২৮৬ টি পরিবারের মাঝে  পরিবার প্রতি ১০ কেজি চাল এবং আধা কেজি করে ডাল, সয়াবিন তেল এবং লবণ বিতরণ করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীসহ ইউপি সদস্যরা উপস্হিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, ইতিমধ্যে সরকারি বরাদ্দ উপজেলার প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে। তারা এটা বন্টন করবেন।

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, লোক সমাগম যাতে বেশি না হয়, সেজন্য তিনি ইউপি সদস্যদের নিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে দরিদ্রদের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করেছেন।


রাঙামাটি/বিজয় ধর/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়