ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বগুড়ায় সন্দেহভাজন করোনা রোগীর মৃত্যু, ১০ বাড়ি লকডাউন

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বগুড়ায় সন্দেহভাজন করোনা রোগীর মৃত্যু, ১০ বাড়ি লকডাউন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক সন্দেহভাজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ির আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার শরীরে করোনাভাইরাস সংক্রমণের সব ধরনের উপসর্গ ছিল।

বগুড়ার সিভিল সার্জন ড. গওসুল আযিম চৌধুরী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, ‘নমুনা পরীক্ষা না করা পর্যন্ত বলা যাবে না, ওই ব্যক্তি সত্যিই করোনায় আক্রান্ত ছিলেন কি না।’

ওই ব্যক্তি ঢাকায় ব্যবসা করতেন। একজন করোনা আক্রান্ত রোগীর শরীরে যেসব উপসর্গ থাকে, তার সবকিছুই ওই ব্যক্তির শরীরে ছিল। তিনি ঢাকা থেকে গত ২৪ মার্চ শিবগঞ্জে গ্রামের বাড়িতে আসেন। সে সময় তার জ্বর, কাশি, সর্দি ছিল। তিনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন।

সিভিল সার্জন বলেছেন, ‘ওই ব্যক্তির মৃত্যুর বিষয়ে আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইইডিসিআর নমুনা সংগ্রহ করে পাঠাতে বলেছে। মৃত ব্যক্তির নমুনা (মুখের লালা) সংগহ করে আইইডিসিআরে পাঠানো হবে।’

শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবির জানিয়েছেন, ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়িগুলো পাহারা দিচ্ছে পুলিশ।

বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে জানা গেছে, এ জেলায় ৭৬১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।


বগুড়া/আখতারুজ্জামান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়