ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কর্মহীনদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন আ.লীগ নেতা

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কর্মহীনদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন আ.লীগ নেতা

করোনা আতঙ্কে ঘরের বাইরে চলাচল কমে গেছে। কর্মহীন হয়েছেন অনেক দরিদ্র মানুষ। কাজের জন্য ঘরের বাইরে বের হতে না পারায় বিপাকে পড়েছেন তারা। বগুড়ায় এরকম কিছু মানুষের বাড়িতে খাদ্য সহায়তা দিয়েছেন জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনি।

শনিবার (২৮ মার্চ) বিকেলে নিজস্ব অর্থায়নে ৫০টি পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট দেন তিনি। প্রতিটি প্যাকেটে ছিল ৮ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার তেল।

খাদ্য সামগ্রী বিতরণকালে সুলতান মাহমুদ খান রনি বলেন, করোনাভাইরাসের কারণে দিনমজুরদের কাজ কমে গেছে। এসব অসহায় মানুষের পাশে দাঁড়াবার এখনই সময়। স্বাধীনতাযুদ্ধে যেভাবে মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, ঠিক সেভাবে ঐক্যবদ্ধ হয়ে এই অচেনা শত্রুর সাথে যুদ্ধ করতে হবে। সরকার দরিদ্র মানুষের জন্য প্রণোদনা ঘোষণা করেছে। তবে শুধু সরকারের একার পক্ষে সবাইকে সহযোগিতা করা সম্ভব নয়। সামর্থবান ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে।


বগুড়া/আখতারুজ্জামান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়