ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুলিশের সাহায্য পৌঁছে যাবে দরিদ্রদের দরজায়

যশোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের সাহায্য পৌঁছে যাবে দরিদ্রদের দরজায়

করোনাভাইরাস প্রতিরোধে ঘরবন্দি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। তার নেতৃত্বে ভোররাতে মানুষের ঘরের দরজায় খাদ্যদ্রব্য রেখে আসবে পুলিশ। যাতে সকালে উঠেই দরিদ্ররা খাবার পেয়ে যায়।

শনিবার (২৮ মার্চ) বিকেলে যশোর পুলিশ লাইনের সামনে থেকে জলকামানের মাধ্যমে রাস্তায় জীবাণুনাশক ছেটানো শুরু হয়। এই কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।

এসপি বলেন, ‘‘করোনাভাইরাসের কারণে গোটা দেশ এখন আতঙ্কিত। এই দুঃসময়ে পুলিশ, ডাক্তার এবং সাংবাদিকরা মাঠে থেকে কাজ করছেন।

‘আমি সিদ্ধান্ত নিয়েছি, জেলা পুলিশের পক্ষ থেকে ভোররাতে মানুষের ঘরের দরজায় খাদ্যদ্রব্য রেখে আসব। ঘুম থেকে উঠে মানুষ খাদ্যদ্রব্য হাতে পেয়ে যাবে। পুলিশের এই মহৎ পদক্ষেপে সমাজের বিত্তবানরাও উৎসাহিত হবেন। তারও করোনা মোকাবিলায় দ্ররিদ্রদের সাহায্যার্থে এগিয়ে আসবেন। এটাই আমার প্রত্যাশা।’’

সে জীবাণুনাশক ছেটানো কার্যক্রম উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ মারুফ আহম্মেদ, কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।


রিটন/সনি/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়