ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মৌলভীবাজারে কোয়ারেন্টাইন থেকে মুক্ত ৩৩৭ জন

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৪, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৌলভীবাজারে কোয়ারেন্টাইন থেকে মুক্ত ৩৩৭ জন

মৌলভীবাজারে হোম কোয়ারেন্টাইন থেকে ৩৩৭ জন প্রবাসী মুক্ত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) রাত পর্যন্ত ৩৩৭ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হন। তাদের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই।

মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলায় মোট ৬২১ জনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে অধিকাংশই ইউরোপ ও মধ্যপ্রাচ্য ফেরত প্রবাসী। আছেন তাদের সংস্পর্শে আসা লোকজন।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান-  নতুন করে ২৪ ঘণ্টায় ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ছাড়পত্র দেওয়া হয়েছে ৪৩ জনকে। এখন পর্যন্ত মোট ৩৩৭ জন কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছে।

গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত  জেলায় ৬২১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। এরমধ্যে সবচেয়ে বেশি শ্রীমঙ্গলে। সেখানে ১২৪ জনকে এ নির্দেশ দেওয়া হয়। কমলগঞ্জে ১০৮ জন, কুলাউড়ায় ৭৯, জুড়ী ৭৭ জন, রাজনগরে ৯৬ জন, বড়লেখায় ৬৮ জন, মৌলভীবাজার সদরে ৬৯ জন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্বপ্রস্তুতি হিসেবে জেলায় বিভিন্ন হাসপাতালে ১১৬টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

 

মৌলভীবাজার/সাইফুল্লাহ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়