ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১০ টাকা মূল্যের সরকারি ৬৮ বস্তা চালসহ ডিলার আটক

মাদারীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১১, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ টাকা মূল্যের সরকারি ৬৮ বস্তা চালসহ ডিলার আটক

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৬৮ বস্তা চালসহ এক ডিলারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে মাদারীপুর জেলার শিবচরের শেখপুর বাজার থেকে আবুবক্কর সিদ্দিক ওরফে মাসুম মোল্লা নামের ওই চাল ব্যবসায়ীকে আটক করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সততা নিশ্চিত করেছেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি দল জানতে পারে যে, ১০ টাকা দরের কিছু চাল কালোবাজারে বিক্রির জন্য ডিলার তার নিজ দোকানে না রেখে অন্য যায়গায় মজুদ করেছেন। পরে প্রশাসন বাজারে অভিযান চালিয়ে আবুবক্কর সিদ্দিকীর মালিকানাধীন ৬৮ বস্তা চাল (৫১ মণ) অন্য দোকান থেকে জব্দ করে। এসময় আবুবক্কর সিদ্দিককে আটক করা হয়।

শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ওই ৬৮ বস্তা চালসহ ডিলার আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

 

রিজভী/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়