ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হিলি সীমান্তে বাড়তি সতর্কতা

হিলি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৩, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিলি সীমান্তে বাড়তি সতর্কতা

করোনাভাইরাসের বিস্তার রোধে ও  ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে   সতর্ক অবস্থায় আছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সদস্যদের সীমান্তে নিয়মিত টহল দিচ্ছেন। সীমান্তে বিজিবি পোস্টগুলোতে রাতে আলোর ব্যবস্থা বাড়ানো হয়েছে।

জয়পুরহাট-২০ বিজিবির উপঅধিনায়ক মেজর মোহাম্মদ আবু নাঈম খন্দকার রাইজিংবিডিকে জানান, করোনাভাইরাস নিয়ে ভারত থেকে কেউ যেন অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে না পারে সেই জন্য সীমান্তে বিজিবি সদস্যদের বাড়তি সতর্কাবস্থায় রাখা হয়েছে।

ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে রাতে টহলের ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে প্রতিনিয়ত জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

 

হিলি/মোসলেম/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়