ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যশোরে প্রয়োজনে অস্থায়ী হাসপাতাল বানাবে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৪, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে প্রয়োজনে অস্থায়ী হাসপাতাল বানাবে সেনাবাহিনী

করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে যশোরে সেনাবাহিনীর পক্ষ থেকে অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হবে।

আজ রোববার দুপুরে যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ে সভা শেষে ৮৮ বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ কবীর সাংবাদিকদের এই কথা জানান।

করোনাভাইরাস সংক্রমণরোধে করণীয় নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা করেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘণ্টাব্যাপী সভায় জনসমাগম কমানো, সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতনতা বৃদ্ধিসহ চিকিৎসা কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভা শেষে ব্রিগেডিয়ার জেনারলে আহমেদ কবীর সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, মানুষ ঘর থেকে বের হতে পারছে না। করোনার বাইরেও নানা রোগে আক্রান্ত মানুষ আছে; যারা চিকিৎসা সেবা পাচ্ছে না।

তিনি বলেন, তাদের চিকিৎসাসেবার জন্য সেনা মেডিকেল টিম দ্রুত কাজ শুরু করবে এবং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে। একইসঙ্গে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা সংখ্যা বৃদ্ধি পেলে তাদের চিকিৎসার জন্য যশোর সেনানিবাসের পাশে অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হবে।

সরকারের ঘরে থাকা নির্দেশনা অনেকে মানছেন না। এ অবস্থায় সকলকে ঘরে থাকার নির্দেশনা মানতে আহবান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ।


রিটন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়