ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চোর ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার

বান্দরবান সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চোর ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার

বান্দরবানের লামা পৌরসভা এলাকায় কে বা কারা সোলার স্ট্রিট লাইট চুরি করেছে। চোর ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন পৌর মেয়র মো. জহিরুল ইসলাম।

রোববার (২৯ মার্চ) সকালে এ ঘোষণা দেন লামা পৌরসভার মেয়র।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত অর্থবছরে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বান্দরবানের লামা পৌরসভা এলাকার বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ১৬৯টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। ২০১৮ সালে মাতামুহুরী সেতু, লামা-রুপসীপাড়া সড়কের কাটাপাহাড়সহ ৪০টি স্থানে ৪০টি স্ট্রিট লাইট স্থাপন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব লাইট উদ্বোধন করেন।

এদিকে, করোনাভাইরাস আতঙ্কে রাস্তায় লোক চলাচাল কমে গেছে। এ সুযোগ শনিবার রাতে পৌরসভা এলাকার নয়াপাড়াস্থ হাই স্কুলের পিছনে স্থাপিত স্ট্রিট লাইটের প্যানেল চুরি করে নিয়ে যায় কে বা কারা।

খবর পেয়ে রোববার সকালে পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। যে বা যারা স্ট্রিট লাইট চুরি করেছে, তাদের ধরে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র।

লামা পৌরসভার মেয়র বলেন, লোডশেডিংয়ের সময়েও মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, সেজন্য সোলার স্ট্রিট লাইটগুলো স্থাপন করা হয়েছিল।

প্রসঙ্গত, গত শুক্রবার লামা উপজেলা শহরের একটি দোকানের তালা ভেঙে সাড়ে ৭ ভরি সোনা ও ৩০ ভরি রুপার অলংকার নিয়ে গেছে চোরের দল।


বান্দরবান/বাসু/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়