ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুষ্টিয়ার সেই শিশুটি করোনা আক্রান্ত নয়

কুষ্টিয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ার সেই শিশুটি করোনা আক্রান্ত নয়

কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার সাত মাস বয়সী আইসোলেশনে থাকা সেই শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত নয়।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, শিশুটির শরীর থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, শিশুটি কোভিড-১৯ এ আক্রান্ত নয়।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কোভিড-১৯ পরীক্ষার রিপোট আসার পরে রোববার (২৯ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে শিশুটির ছাড়পত্র দেওয়া হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা.  তাপস কুমার সরকার জানান, সুস্থ থাকার কারণে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

২৩ মার্চ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ওই শিশুকে ভর্তি করে তার পরিবার। তার বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেও সেই তথ্য গোপন করে শিশুটির পরিবার।

**


কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়