ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অসহায়দের পাশে শাম্মী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অসহায়দের পাশে শাম্মী

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়িতে দিনযাপন করা কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এক গৃহবধূ। তিনি নিজের জমানো টাকায় ৫০ পরিবারকে সহযোগিতা করেছেন।

সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া ওই গৃহবধূর নাম সৈয়দা শাম্মী আক্তার।  তিনি গাজীপুর সিটি করপোরেশনের বরুদা এলাকার টেক্সটাইল ইঞ্জিনিয়ার মোহাম্মদ হায়দার আলীর স্ত্রী।

সৈয়দা শারমিন আক্তার নিজেও একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। তিনি তেজগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করেছেন।  দুই কন্যা সন্তানের জননী শাম্মী আক্তার বর্তমানে গৃহবধূ।

মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে সংসারের খরচ থেকে বাঁচিয়ে টাকা জমানো শুরু করেন।  এ পর্যন্ত সঞ্চিত টাকার পরিমাণ হয় ২১ হাজার ।

এদিকে, করোনাভাইরাসের রোধে মানুষকে যার যার ঘরে অবস্থান করতে বলা হয়।  দিন এনে দিন খাওয়া কর্মহীন মানুষগুলোর জন্য কেঁদে ওঠে তার মন।  সিদ্ধান্ত নেন জমানো টাকা দিয়ে যতটুকু সম্ভব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর।  পরে অসহায় ৫০টি পরিবারের মধ্যে চাল, ডাল, লবণসহ খাদ্যপণ্য বিতরণ করেন।

সৈয়দা শাম্মী আক্তার বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।  তবে তাদের আরও সাহায্য করা প্রয়োজন।

তিনি যেন আরও বেশি সাহায্য করতে পারেন, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

 

গাজীপুর/হাসমত আলী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়