ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাতক্ষীরায় বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৪, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী

সাতক্ষীরায় গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্র মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী।

রোববার (২৯ মার্চ) গভীর রাতে সাতক্ষীরার তালা উপজেলার  নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, আলু ও সাবান পৌঁছে দিয়েছেন।

তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে ক্যান্সারে আক্রান্ত রেজাউল ইসলাম  বলেন, ‘বিপদের দিনে কেউ দেখতে পযর্ন্ত  আসেনি, সহযোগিতা তো দূরের কথা। আজ চরম দুর্দিনে গভীর রাতে ইউএনও খাদ্য দিচ্ছেন আমাদের মতো গরিব মানুষকে।’

রাতে তালা সদর, খলিলনগর, জালালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে শতাধিক হতদরিদ্র পরিবারকে চাল, ডাল, তেল, আলু ও সাবান দেওয়া হয়।

এ বিষয়ে তালা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, ‘করোনার বিস্তার রোধে সাধারণ ছুটিতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এ জন্য তাদের পাশে দাঁড়িয়েছি।’

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে প্রশাসনের এই কার্যক্রম চলবে জানিয়ে তিনি বলেন, আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দেব। আপনারা ঘরের বাইরে বের হবেন না।’ 

এ সময় তিনি সমাজের বিত্তবানদের প্রতি এই পরিস্থিতে অসহায় লোকজনের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

 

সাতক্ষীরা/শাহীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়