ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অসহায় পরিবারগুলোর পাশে থাকার আহ্বান

হিলি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৩, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অসহায় পরিবারগুলোর পাশে থাকার আহ্বান

অসহায় ও হতদরিদ্রদের মুখে অন্ন তুলে দিতে রাতের আধারে ঘরে ঘরে খাদ্যসমগ্রী পৌঁছে দিচ্ছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইউএনও আব্দুর রাফিউল আলম। তিনি অসহায় পরিবারগুলোর পাশে থাকার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত উপজেলা বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ১০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিড়া, ১ কেজি লবণ ও ১ কেজি করে মশুরের ডাল পৌঁছে দেওয়া হয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল রাফিউল আলম রাইজিংবিডিকে জানান,

করোনাভাইরাসে কারণে মানুষ এখন ঘরবন্দি। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়ছেন খেটে খাওয়া মানুষগুলো। তাই প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

রাফিউল আলম আরো জানান, করোনাভাইরাস মোকাবিলায় হাকিমপুর উপজেলা প্রশাসন সর্বক্ষণ মাঠে কাজ করছে। অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার জন্য তিনি সবার প্রতি অনুরোধ করেন।

 

হিলি/মোসলেম/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়