ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টাঙ্গাইলে কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্বের নিয়ম মানা হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্বের নিয়ম মানা হচ্ছে না

করোনাভাইরাসের প্রতিরোধে প্রশাসনের কঠোর নির্দেশ থাকার পরও জেলার কাঁচাবাজারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নিয়ম। বিদেশফেরতরাও মানছেন না কোয়ারেন্টাইনের বিধি।

স্থানীয় এলাকার কাঁচাবাজার, বিশেষ করে শাকসবজি দেশের বিভিন্ন এলাকায় পৌঁছানোর সমস্যার কারণে চাহিদার চেয়ে বেশি উঠছে স্থানীয় বাজারগুলোতে। বাজারে প্রতি ৫ কেজি পেঁয়াজ ১৬০ টাকা দরে বিক্রি হওয়ায় প্রতিদিনই বাজারে ভিড় করছেন ক্রেতারা। জেলার বিভিন্ন উপজেলার সাপ্তাহিক হাটগুলো বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও সেখানে ক্রেতা-বিক্রেতাদের সমাগম হচ্ছে।

পাশাপাশি জেলার প্রধান সড়কগুলোতে সাধারণ জনগণের অপ্রয়োজনীয় চলাফেরা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেলেও, পাড়া বা মহল্লাগুলোতে সমাগম আছে আগের মতোই। বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও অলি-গলির চা স্টলগুলো খোলা হচ্ছে।  কর্মস্থল বন্ধ থাকায় আড্ডা চলছে আরও বেশি।

বিকেল হলে প্রতি এলাকার খেলার মাঠগুলোতে খেলতে দেখা যাচ্ছে কিশোরদের।

এদিকে হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরত ব্যক্তিদের নিয়ম মানতে বলা হলেও তাদের বেশিরভাগই মানছেন না সেই নিষেধাজ্ঞা। ভ্রাম্যমাণ আদালতের অভিযান আর জরিমানা কমে যাওয়ায় বিদেশফেরত ব্যক্তিদের লোকালয়ে দেখা যাচ্ছে। অথচ হোম কোয়ারেন্টাইন বিধি অমান্য করে বিয়ে-সামাজিক অনুষ্ঠানের আয়োজন করায় সম্প্রতি জরিমানাও দিতে হয়েছে অনেক প্রবাসীকে।

এদিকে চলতি মাসে টাঙ্গাইলে পাঁচ হাজার ৫২৭ জন প্রবাসী দেশে আসলেও এদের মধ্যে মাত্র ১ হাজার ৬৪৯ জনকে হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে। বাকিদের অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি প্রশাসন।


টাঙ্গাইল/শাহরিয়ার সিফাত/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়