ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে ১০ দিনের খাবার পেলেন ৫০০ জন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ১০ দিনের খাবার পেলেন ৫০০ জন

চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি রক্ষ্মাকালী মন্দির এলাকায় অসহায় ৫০০ নারী-পুরুষের মাঝে ১০ দিনের খাবার ও নিত্যপণ্য বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী এসব পণ্য তুলে দেন চট্টগ্রামের বনজৌর রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে এবং পরিচালক (অপারেশন) আক্কাস উদ্দিন।

আক্কাস উদ্দিন রাইজিংবিডিকে বলেন, করোনাভাইরাসের এই সংকটময় পরিস্থিতিতে অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।  তাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।

এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজকর্মী সুদীপ কুমার মিত্র, শিমুল, বিকাশ কান্তি দেসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

বনজৌর রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে এবং পরিচালক (অপারেশন) আক্কাস উদ্দিন অসহায় মানুষদের হাতে খাবার ও নিত্যপণ্য তুলে দিয়ে আগামীতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।


চট্টগ্রাম/রেজাউল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়