ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ছাত্রলীগের সহায়তা পেলেন এক লাখ পরিবার 

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্রলীগের সহায়তা পেলেন এক লাখ পরিবার 

পটুয়াখালীতে এক লাখ অসহায় পরিবারকে সহায়তা দিয়েছে ছাত্রলীগ। 

সোমবার অসহায় মানুষের মাঝে এসব সহায়তা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ ভুইয়া, সদর উপজেলা ছাত্রলীগ নেতা আসাদুল ইসলাম, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান সুলতান, পলিটেকনিক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান। 

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা আওয়ামী লীগের সহযোগিতায় ছাত্রলীগের পক্ষ থেকে সদর উপজেলায় নিম্ন আয়ের অন্তত এক লাখ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, সাবান ও মাস্ক পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার প্রথম দিন এই খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। 

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ ভুইয়া জানান, করোনা দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর আহবানে জেলা আওয়ামী লীগ দিনমজুর ও স্বল্প আয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম দু-একদিনের মধ্যে শুরু হবে।


বিলাস/সাইফ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়