ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মধ্যরাতে বেদে পল্লীর ৬৫ পরিবারে খাদ্যসামগ্রী দিলেন ইউএনও

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৪, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মধ্যরাতে বেদে পল্লীর ৬৫ পরিবারে খাদ্যসামগ্রী দিলেন ইউএনও

করোনাভাইরাস সংক্রমণরোধে বাইরে না চলাচলের নির্দেশনায় কর্মহীন হয়ে পড়েছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেদে সম্প্রদায়ের মানুষ।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার নাগরী ইউনিয়নের কাকালিয়া বেদে পল্লীতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক।

এ সময় তিনি ওই বেদে পল্লীর ৬৫ পরিবারকে ঘুম থেকে ডেকে তুলে তাদের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণসহ ১৫ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনি বেদে পল্লীতে হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আশফিয়াক খালিদ, মাহফুজুর রহমান, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।

ত্রাণ সামগ্রী বিতরণকালে ইউএনও মো. শিবলী সাদিকবলেন, ‘‘আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান করুন। প্রয়োজন হলে আমাদের জানাবেন, আমরাইখাবার নিয়ে আসবো।’’

করোনাভাইরাস প্রতিরোধে কালীগঞ্জ উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষে স্থানীয়দের ঘরে রাখতে নানা পদক্ষেপনেওয়া হয়েছে।

 

রফিক সরকার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়