ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ বনদস্যু আটক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩০, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ বনদস্যু আটক

ফাইল ফটো

সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এর সদস্যদের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ এক দস্যুকে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে দাবি তাদের।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কোদাইল্লা খাল সংলগ্ন বনে এ বন্দুকযুদ্ধ ঘটে। ওই এলাকায় র‌্যাব সদস্যরা তল্লাশি চালাচ্ছে। আহত র‌্যাব সদস্য ও  গুলিবিদ্ধ বনদস্যুকে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

র‌্যাব-৬ এর কমান্ডার (সিইও) লেফটেন্যান্ট কর্নেল রওশুনুল ফিরোজ বলেন, কোদাইল্লা খাল সংলগ্ন এলাকায় র‌্যাবের নিয়মিত টহলের সময় বনদস্যুরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। দুইপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গুলি বিনিময় হয়।

আহতদের মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

 

খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়