ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটে জ্বর, সর্দি, কাশি নিয়ে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে জ্বর, সর্দি, কাশি নিয়ে কিশোরীর মৃত্যু

জ্বর, সর্দি ও কাশি নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) ভর্তি হওয়া এক কিশোরীর (১৬) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মর্চ) বেলা ২টা ৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। তার বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার জালালপুর গ্রামে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বাভাবিক মৃত্যু হওয়ায় দাফন-কাফনের জন্য মরদেহ তার পরিবারের জিম্মায় প্রদান করা হবে বলেও জানান ডা. হিমাংশু।

এদিকে, জীবিত অবস্থায় ওই কিশোরীর থ্রট সোয়াব সংগ্রহ করা হয়েছে। এটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মণ্ডল।

তিনি আরও জানান, সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে সোমবার পর্যন্ত পাঁচ রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে তিনজনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল, পরীক্ষা শেষে রিপোর্ট নেগেটিভ আসায় এবং সুস্থ হয়ে ওঠায় তাদের ছাড়পত্র প্রদান করা হবে।

এর আগে, হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে কোয়ারেন্টাইনে থাকা ষাটোর্ধ্ব এক যুক্তরাজ্য প্রবাসী নারীর মৃত্যু হয়। মৃত্যুর দিনে তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। তবে, তার কোভিড-১৯ পরীক্ষায়

তার রিপোর্ট নেগেটিভ আসে। ফলে এ পর্যন্ত সিলেট বিভাগে করোনাতে কোন পজেটিভ রোগী ধরা পড়েনি।


সিলেট/নোমান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়