ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিলেটে কর্মহীনদের মাঝে ওয়ালটনের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে কর্মহীনদের মাঝে ওয়ালটনের খাদ্যসামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতে সিলেটের কর্মহীন নিম্নআয়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের ইলেক্ট্রনিক্স জায়ান্ট কোম্পানি ওয়ালটন গ্রুপ।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নগরের সোবহানিঘাটে ওয়ালটন প্লাজার সামনে হতদরিদ্র কর্মহীনদের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেন প্লাজার ব্যবস্থাপক সুজন কর্মকারসহ কর্মকর্তারা।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশও। ভাইরাসের প্রার্দুভাব রোধে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে সকল ব্যবসাপ্রতিষ্ঠান; গণপরিবহন চলাচলও বন্ধ রয়েছে।

এসব বিধি নিষেধের কারণে কার্যত ‘লকডাউন’ হয়ে আছে পুরো দেশ। ফলে কর্মহীন হয়ে পড়েছেন দিন-মজুর এবং নিম্নআয়ের লোকজন। এমতাবস্থায় সিলেট নগরের ১০০টি কর্মহীন পরিবারকে খাদ্যসামগ্রী তুলে ‍দিলো দেশের  ইলেক্ট্রনিক্স জায়ান্ট কোম্পানি ওয়ালটন।

খাদ্য সহায়তার মধ্যে রয়েছে জনপ্রতি ৪ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ এবং মাস্ক।

ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক সুজন কর্মকার জানান, ‘করোনা পরিস্থিতির বিধি নিষেধের কারণে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, শ্রমিকসহ নিম্নআয়ের মানুষ। এসব মানুষের সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে ওয়ালটন।’

এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সোবহানীঘাট ফাঁড়ি ইনচার্জ এসআই বিমল চন্দ্র দে, এএসআই মো. আব্দুল হান্নান, সন্তোষ কুমার এবং ফাঁড়ির পুলিশ সদস্যরা খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতা করেন।


সিলেট/নোমান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়