ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চা শ্রমিকদের মাঝে প্রতীক থিয়েটারের মাস্ক বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চা শ্রমিকদের মাঝে প্রতীক থিয়েটারের মাস্ক বিতরণ

করোনাভাইরাস মোকাবিলায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের শ্রমিকের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেছে প্রতীক থিয়েটার পরিবার।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে প্রতীক থিয়েটারে সভাপতি সুনীল বিশ্বাসের উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।

সুনীল বিশ্বাস বলেন, ‘দৈনিক ১০২ টাকা মজুরিতে কাজ করে এখানকার শ্রমিকরা। তাদের নুন আনতে পান্তা ফুরায়। কাজে না গেলে চুলায় আগুন জ্বলে না। অনাহারে থাকতে হয়। রোগ বালাই হলে তাদের কোনো উপায় থাকে না। করোনা আতঙ্কের মধ‌্যেও এদের ছুটি মেলেনি। তাই ঝুঁকি নিয়েই শ্রমিকদের কাজে যেতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তিন দশকের বেশি সময় ধরে শ্রমিকদের অধিকার আদায়ে নাটক ও গানের মাধ্যমে দাবী জানিয়ে আসছে প্রতীক থিয়েটার। এখনও শ্রমিকরা অবহেলিত। করোনা পরিস্থিতিতেও ছুটি মেলেনি তাদের। এ ছাড়া কর্তৃপক্ষ শ্রমিকদের জন‌্য কোনো সুরক্ষারও ব‌্যবস্থা করেনি।’


মামুন চৌধুরী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়