ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ধামইরহাটে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধামইরহাটে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন ধামইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আজাহার আলী।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তিনি নিজ উদ্যোগে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

চেয়ারম্যান মো. আজাহার আলী ধামইরহাট পৌরসভার ৯ ওয়ার্ডের ৪২০ পরিবারের কর্মহীনদের মাঝে চাল, মসুর ডাল, সয়াবিন তৈল, সাবান ও লবণ বিতরণ করেন।

এসময় থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, খাজা ময়েন উদ্দিন, পৌর আওয়ামী লীগ সম্পাদক কাউন্সিলর মুক্তাদিরুল হক, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক শাজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া, সকালে ধামইরহাট পৌরসভার মেয়র মো. আমিনুর রহমানও নিজ উদ্যোগে এলাকার অসহায় মানুষের হাতে তুলে দেন খাবারসামগ্রী।

এছাড়া, এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনগুলোও অসহায় মানুষদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে সাধ্যমত সহযোগিতা করেছে।

পৌর সদরের আমাইতাড়া বণিক সমিতির উদ্যোগে ছিন্নমূল ব্যবসায়ী ও পথচারীদের চাল, ডাল, লবণ, আলু, তৈল ও সাবান বিতরণ করেন বনিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম ও সম্পাদক বেলাল হোসেন।

এলাকায় গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও প্রবীণ সমাজসেবক মফিজ উদ্দিনের উদ্যোগেও ধামইরহাটের পিড়লডাঙ্গা গ্রামের তিনশ পরিবারের প্রত্যেককে সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় পুরো গ্রামে জীবাণু নাশক স্প্রে করা হয়।

খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পেয়ে সাধারণ মানুষগুলোকে হাসি মুখে বাড়ি ফিরে যেতে দেখা গেছে।


অরিন্দম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়