ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সরকারি খাল দখল করে দোকান ঘর

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩২, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারি খাল দখল করে দোকান ঘর

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারি খাল দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করছেন স্থানীয় এক প্রভাবশালী।

উপজেলার সদর ইউনিয়নের খারাসার গ্রামে সরকারি খালের উপর আরসিসি পিলার দিয়ে এই দোকান ঘরটি নির্মাণ করা হচ্ছে।ইতোমধ্যেই কাজ প্রায় অর্ধেক শেষ হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দোকান ঘরটি নির্মিত হলে বর্ষাকালে এলাকার পানি নিষ্কাশন ব্যহত হবে। ইরি মৌসুমে আশুগঞ্জ সবুজ প্রকল্পের পানি সেচ ব্যবস্থায়ও অসুবিধা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক খারাসার গ্রামের একাধিক ব্যক্তি জানান, উপজেলার তালশহর বাজারের পশ্চিম পাশে তিন রাস্তার মোড়ে ব্রিজের গোড়ায় সরকারি খালের উপর আরসিসি পিলার দিয়ে বাবু সরকার নামে একজন দোকান ঘরটি নির্মাণ করছেন। তিনি স্থানীয়ভাবে খুবই প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী তাকে কিছু বলতে সাহস পাচ্ছেন না।

তাদের অভিযোগ, খাল দখল করে এটি নির্মাণ করার ফলে বর্ষাকালে পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটবে।

উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার সুরুজ মিয়া বলেন, ‘সরকারি খালে অবৈধভাবে আরসিসি পিলার দিয়ে দোকান ঘরটি নির্মাণ করার সময় আমি বাধা দিয়েছি। কিন্তু বাবু সরকার বাধা উপেক্ষা করেই দোকান নির্মাণ করছেন।'

আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেব।'

অভিযুক্ত বাবু সরকারের সাথে যোগাযোগ করলে তিনি সরকারি খালের উপর দোকান নির্মাণ করার কথা স্বীকার করে বলেন, ‘খালের আশপাশের জমি আমাদের। তাই আমি খালের উপর আরসিসি পিলার দিয়ে দোকান নির্মাণ করছি। এতে পানি নিষ্কাশনের কোন অসুবিধা হবেনা।'

আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। নায়েবকে বলব সরেজমিনে গিয়ে খোঁজ নিতে। অফিস খুললেই আমি আইনগত ব্যবস্থা নেব। সরকারি খাল কাউকে দখল করতে দেয়া হবেনা।'

 

রুবেল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়