ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বরিশালে ২৪৬ পরিবারকে ওয়ালটনের খাদ‌্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে ২৪৬ পরিবারকে ওয়ালটনের খাদ‌্য সহায়তা

ওয়ালটনের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া খাদ‌্যসামগ্রী

করোনাভাইরাসের কারণে বরিশালের ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী নারী-পুরুষের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন।

গত কয়েক দিন ধরে বরিশাল নগরীর ২৪৬টি অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ওয়ালটন প্লাজা বরিশাল জোনের এরিয়া ম্যানেজার সুব্রত দাস জানান, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে খেটে খাওয়া অনেক মানুষ ঘরে বসে আছেন। তারা কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে এসব কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন।

ওয়ালটন প্লাজা বরিশাল সদর রোড শাখা, নথুল্লাবাদ শাখা ও বাংলা বাজার শাখার পক্ষ থেকে এখন পর্যন্ত ২৪৬টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। দরিদ্র অসহায় পরিবারগুলোকে খুঁজে খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান সুব্রত দাস।

ওয়ালটনের ওই শাখাগুলো ছাড়াও বরিশাল নগরীর বেলতলা, বটতলা, তালতলা, আমতলা, বাংলাবাজার, নবগ্রাম রোড এলাকায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ওয়ালটন প্লাজা বরিশাল সদর রোড শাখার ম্যানেজার আবদুস সেলিম, নথুল্লাবাদ শাখা ম্যানেজার শিপন কাজি ও বাংলা বাজার শাখার ম্যানেজার জাহাঙ্গির হোসেন।


জে.খান স্বপন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়