ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নওগাঁয় চিকিৎসকদের পিপিই দিলো ওয়ালটন

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নওগাঁয় চিকিৎসকদের পিপিই দিলো ওয়ালটন

করোনাভাইরাস মোকাবিলায় নওগাঁয় চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করেছে ওয়ালটন।

আজ বুধবার (১ এপ্রিল) নওগাঁ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮টি, মান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি, সাপাহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪টি, পত্নীতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি, মহাদেবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি ও রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩টি পিপিই সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে তুলে দেয় ওয়ালটন কর্তৃপক্ষ।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মাকসুদুর রহমান সনি বলেন, করোনাভাইরাসের এই সংকটকালে চিকিৎসকদের পাশে দাঁড়ানো ওয়ালটনের একটি উদ্যোগ মহৎ উদ্যোগ।

এ সময় উপস্থিতি ছিলেন ওয়ালটনের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর ইঞ্জিনিয়ার রবিউল আলম, ডেপুটি ডিরেক্টর আপেল মাহমুদ, নওগাঁ সদর হাসপাতালের কনসালটেন্ট সারর্জন ডা. মুক্তার হোসপন, রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মাকসুদুর রহমান সনি প্রমুখ।


সাজু/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়